আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০১৭
অধ্যায়ঃ নফল
সালাতুত্ তাসবীহর প্রতি অনুপ্রেরণা
১০১৭. বায়হাকী হযরত আবূ হুবাব কালবী থেকে, তিনি আবূ জাওযা সূত্রে হযরত ইবন আমর (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমাকে নবী (সা) বলেছেন: আমি কি আপনাকে বলব না, আপনাকে কি দান করব না? তারপর তিনি ইমাম তিরমিযী বর্ণিত ইবন মুবারক সূত্রে অত্র হাদীস বর্ণনা করেন। এরপর তিনি বলেনঃ আমরা যা বর্ণনা করেছি, তা ইবন মুবারক থেকে বর্ণিত হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ। কুতায়বা ইবন সাঈদ ইয়াহইয়া ইবন সুলায়ম হতে, তিনি ইমরান ইবন মুসলিম হতে, তিনি আবূ জাওযা থেকে বর্ণনা করেন। তিনি বলেন: আমার কাছে আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) আসলেন। তারপর তিনি হাদীসটি উল্লেখ করেন। তবে তিনি এ হাদীসটিকে মারফু' হাদীসরূপে মেনে নেয়ার বিরোধী। তিনি কিরাআতের শুরুতে তাসবীহের উল্লেখ করেন নি, তবে তিনি পরে তাসবীহের উল্লেখ করেছেন। এরপর তিনি মধ্য বৈঠকের কথা উল্লেখ করেন। যেভাবে অন্যান্য রাবীগণ মধ্য বৈঠকের কথা উল্লেখ করেছেন।
[হাফিয (র) বলেন]: হযরত ইবন আব্বাস (রা) ও আবূ রাফি'-এর বর্ণনার সাথে অধিকাংশ বর্ণনাকারীর বর্ণনার সামঞ্জস্য রয়েছে। একটি বর্ণনায় মারফ্' প্রমাণিত হওয়া ব্যতীত আর কোন মারফু' বর্ণনা পাওয়া যায়নি। তাই এটি আমলের ক্ষেত্রে উত্তম। আল্লাহই সর্বজ্ঞ।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة التَّسْبِيح
1017 - وروى الْبَيْهَقِيّ من حَدِيث أبي حباب الْكَلْبِيّ عَن أبي الجوزاء عَن ابْن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ لي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَلا أحبوك أَلا أُعْطِيك فَذكر الحَدِيث بِالصّفةِ الَّتِي رَوَاهَا التِّرْمِذِيّ عَن ابْن الْمُبَارك ثمَّ قَالَ وَهَذَا يُوَافق مَا روينَاهُ عَن ابْن الْمُبَارك وَرَوَاهُ قُتَيْبَة عَن سعيد عَن يحيى بن سليم عَن عمرَان بن مُسلم عَن أبي الجوزاء قَالَ نزل عَليّ عبد الله بن عَمْرو بن الْعَاصِ فَذكر الحَدِيث وَخَالفهُ فِي رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَلم يذكر التسبيحات فِي ابْتِدَاء الْقِرَاءَة إِنَّمَا ذكرهَا بعْدهَا ثمَّ ذكر جلْسَة الإستراحة كَمَا ذكرهَا سَائِر الروَاة انْتهى

قَالَ الْحَافِظ جُمْهُور الروَاة على الصّفة الْمَذْكُورَة فِي حَدِيث ابْن عَبَّاس وَأبي رَافع وَالْعَمَل بهَا أولى إِذْ لَا يَصح رفع غَيرهَا وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান