আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০১৪
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০১৪. হযরত আবু হুরায়রা (রা) থেকেই নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: দুহা নামে জান্নাতে একটি দরজা রয়েছে। কিয়ামতের দিন একজন আহ্বানকারী ডেকে বলবে, সর্বদা 'দুহা' সালাত আদায়কারীগণ কোথায়? এ হল তোমাদের দরজা, তোমরা আল্লাহর রহমতে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1014 - وَرُوِيَ عَنهُ رَضِي الله عَنهُ أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة بَابا يُقَال لَهُ الضُّحَى فَإِذا كَانَ يَوْم الْقِيَامَة نَادَى مُنَاد أَيْن الَّذين كَانُوا يديمون صَلَاة الضُّحَى هَذَا بَابَكُمْ فادخلوه برحمة الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط