আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০১৩
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০১৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: 'আওয়্যাব' ব্যতীত চাশতের সালাতের সমকক্ষ নেই। তিনি বলেন, তা হল, সালাতুল আওয়্যাবীন।
(তাবারানী ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেনঃ ইসমাঈল ইবন আবদুল্লাহ ইবন যুরারা রাকী উক্ত হাদীসটি মুত্তাসিল হাদীস বলে সমালোচনা করেন। দারাওয়ারদী মুহাম্মাদ ইবন আমর হতে, তিনি আবূ সালামা হতে মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেন। হাম্মাদ ইবন সালামা মুহাম্মদ ইবন আমর হতে, তিনি আবূ সালামা হতে এ হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেনঃ ইসমাঈল ইবন আবদুল্লাহ ইবন যুরারা রাকী উক্ত হাদীসটি মুত্তাসিল হাদীস বলে সমালোচনা করেন। দারাওয়ারদী মুহাম্মাদ ইবন আমর হতে, তিনি আবূ সালামা হতে মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেন। হাম্মাদ ইবন সালামা মুহাম্মদ ইবন আমর হতে, তিনি আবূ সালামা হতে এ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1013 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحافظ على صَلَاة الضُّحَى إِلَّا أواب
قَالَ وَهِي صَلَاة الْأَوَّابِينَ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ لم يُتَابع إِسْمَاعِيل بن عبد الله يَعْنِي ابْن زُرَارَة الرقي على اتِّصَال هَذَا الْخَبَر وَرَوَاهُ الدَّرَاورْدِي عَن مُحَمَّد بن عَمْرو عَن أبي سَلمَة مُرْسلا وَرَوَاهُ حَمَّاد بن سَلمَة عَن مُحَمَّد بن عَمْرو عَن أبي سَلمَة قَوْله
قَالَ وَهِي صَلَاة الْأَوَّابِينَ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ لم يُتَابع إِسْمَاعِيل بن عبد الله يَعْنِي ابْن زُرَارَة الرقي على اتِّصَال هَذَا الْخَبَر وَرَوَاهُ الدَّرَاورْدِي عَن مُحَمَّد بن عَمْرو عَن أبي سَلمَة مُرْسلا وَرَوَاهُ حَمَّاد بن سَلمَة عَن مُحَمَّد بن عَمْرو عَن أبي سَلمَة قَوْله