আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৯৪
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৯৪. হযরত আবান মুহারিবী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে কোন মুসলিম বান্দা সকালে এবং সন্ধ্যায় এই দু'আঃ
رَبِّي الله لَا أشرك بِهِ شَيْئا وَأشْهد أَن لَا إِلَه إِلَّا الله
“ আমার রব আল্লাহ্। আমি তাঁর সাথে কিছু শরীক করি না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই।"
পাঠ করে, তাকে ক্ষমা করা হয়। এমনকি সন্ধ্যা হয়ে যায়। অনুরূপ সেটা সকালে পাঠ করলে তার গুনাহ
তিনি (আল্লাহ) ক্ষমা করে দেন। বায্যার এবং অপরাপর গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।
رَبِّي الله لَا أشرك بِهِ شَيْئا وَأشْهد أَن لَا إِلَه إِلَّا الله
“ আমার রব আল্লাহ্। আমি তাঁর সাথে কিছু শরীক করি না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই।"
পাঠ করে, তাকে ক্ষমা করা হয়। এমনকি সন্ধ্যা হয়ে যায়। অনুরূপ সেটা সকালে পাঠ করলে তার গুনাহ
তিনি (আল্লাহ) ক্ষমা করে দেন। বায্যার এবং অপরাপর গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
994 - وَرُوِيَ عَن أبان الْمحَاربي رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من عبد مُسلم يَقُول إِذا أصبح وَإِذا أَمْسَى رَبِّي الله لَا أشرك بِهِ شَيْئا وَأشْهد أَن لَا إِلَه إِلَّا الله إِلَّا غفر لَهُ ذنُوبه حَتَّى يُمْسِي وَكَذَلِكَ إِن قَالَهَا إِذا أصبح
رَوَاهُ الْبَزَّار وَغَيره
رَوَاهُ الْبَزَّار وَغَيره