আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৮৯
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮৯. হযরত উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। তাঁর খেজুরের একটি উদ্যান ছিল। দেখা গেল খেজুরগুলো কমে যাচ্ছে। একদা তিনি রাতে তা পাহারার জন্য সেখানে গেলেন। হঠাৎ তিনি প্রাপ্তবয়স্ক একটি যুবকের ন্যায় একটি প্রাণী দেখতে পান। তিনি তাকে সালাম দিলে, সে সালামের উত্তর দিল। এরপর তিনি জিজ্ঞেস করলেন: তুমি কি জিন্ন, না মানুষ? সে বলল: আমি জিন্ন। তিনি বললেন: তোমার হাতটি আমার দিকে সম্প্রসারিত কর। জিন্নটি তার হাত বাড়াল। তিনি দেখলেন তার হাতটি কুকুরের হাতের মত এবং তার পশম কুকুরের পশমের মত। তিনি বললেনঃ এই কি জিন্নের গঠন? উত্তরে জিন্নটি বললঃ সমগ্র জিন্ন জাতির একথা জানা আছে যে, আমার চেয়ে শক্তিশালী তাদের মধ্যে আর কেউ নেই। তিনি বললেন: তুমি এখানে কেন এসেছ? জিন্নটি বলল: আমি জানতে পেরেছি তুমি দান করা পসন্দ কর। সুতরাং আমি তোমার খাদ্যের কিছু অংশ নেয়ার জন্য এসেছি। তিনি বললেন: কোন আমলের দ্বারা তোমার থেকে মুক্তি পাওয়া যায়? উত্তরে জিন্নটি বলল: সূরা বাকারার নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করলে। আয়াতটি হলঃ
الله لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم
যে ব্যক্তি সন্ধ্যাবেলা উক্ত আয়াতটি পাঠ করবে, সে আমার থেকে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি সকালবেলা পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে। এরপর সকাল হলে আমি রাসূলুল্লাহ (সা) এর নিকট ঘটনাটি বর্ণনা করলাম। তিনি বললেন: খবীসটি সত্য বলেছে।
(নাসাঈ ও তাবারানী উত্তম সনদে নিজ শব্দে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
989 - وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ أَنه كَانَ لَهُ جرن من تمر فَكَانَ ينقص فحرسه ذَات لَيْلَة فَإِذا هُوَ بِدَابَّة شبه الْغُلَام المحتلم فَسلم عَلَيْهِ فَرد عَلَيْهِ السَّلَام فَقَالَ مَا أَنْت جني أم إنسي قَالَ جني
قَالَ فناولني يدك فَنَاوَلَهُ يَده فَإِذا يَده يَد كلب وشعره شعر كلب
قَالَ هَذَا خلق الْجِنّ قَالَ قد علمت الْجِنّ أَن مَا فيهم رجل أَشد مني قَالَ فَمَا جَاءَ بك قَالَ بلغنَا أَنَّك تحب الصَّدَقَة فَجِئْنَا نصيب من طَعَامك
قَالَ فَمَا ينجينا مِنْكُم
قَالَ هَذِه الْآيَة الَّتِي فِي سُورَة الْبَقَرَة {الله لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم} الْبَقَرَة 552 من قَالَهَا حِين يُمْسِي أجِير مِنْهَا حَتَّى يصبح وَمن قَالَهَا حِين يصبح أجِير منا حَتَّى يُمْسِي فَلَمَّا أصبح أَتَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر ذَلِك لَهُ فَقَالَ صدق الْخَبيث

رَوَاهُ النَّسَائِيّ وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান