আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৮৮
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) হযরত ফাতিমা (রা)-কে বলেন। আমি তোমাকে সকালবেলা ও সন্ধ্যায় এই দু'আটি পাঠের যে উপদেশ দেই, তা শুনতে তোমার বাধা কিসে? আর দু'আটি হ'ল এইঃ
يَا حَيّ يَا قيوم بِرَحْمَتك أستغيث أصلح لي شأني كُله وَلَا تَكِلنِي إِلَى نَفسِي طرفَة عين
"হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। আমি তোমার নিকট রহমত প্রাপ্তির ফরিয়াদ করি। আমার যাবতীয় অবস্থা সংশোধন কর। আমাকে এক মুহূর্তের জন্যও কুপ্রবৃত্তির নিকট সোপর্দ করো না।"
(নাসাঈ, বাযযার বিশুদ্ধ সনদে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী-মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
988 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لفاطمة رَضِي الله عَنْهَا مَا يمنعك أَن تسمعي مَا أوصيك بِهِ أَن تقولي إِذا أَصبَحت وَإِذا أمسيت يَا حَيّ يَا قيوم بِرَحْمَتك أستغيث أصلح لي شأني كُله وَلَا تَكِلنِي إِلَى نَفسِي طرفَة عين

رَوَاهُ النَّسَائِيّ وَالْبَزَّار بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান