আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৮৭
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮৭. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন। যে ব্যক্তি সকালবেলা "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" এক হাজারবার পাঠ করে, সে নিজকে আল্লাহ হতে খরিদ করে নেয় এবং দিনের শেষাংশে সে আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যায়।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে এবং খারাইতী, ইস্পাহানী ও অন্যান্য মুহাদ্দিসবৃন্দ হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে এবং খারাইতী, ইস্পাহানী ও অন্যান্য মুহাদ্দিসবৃন্দ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
987 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ إِذا أصبح سُبْحَانَ الله وَبِحَمْدِهِ ألف مرّة فقد اشْترى نَفسه من الله وَكَانَ آخر يَوْمه عَتيق الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والخرائطي والأصبهاني وَغَيرهم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والخرائطي والأصبهاني وَغَيرهم