আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৮৬
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮৬. ইবন আবূ আসিম (র) হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে হাদীস বর্ণনা করেন। তিনি নবী (সা) কে তিনবার শপথ করে গুরুত্ব দিয়ে বলতে শুনেছেন: যে কোন বান্দা ঐ দু'আ ফজরে সালাতের পর পাঠ করবে, সে যদি সেদিন মৃত্যুবরণ করে, তাহলে অবশ্য সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি সন্ধ্যাবেলায় পাঠ করে এবং ঐ রাতেই তার মৃত্যু হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।
(বর্ণনাকারী সংক্ষেপে উপরোক্ত হাদীসটি বর্ণনা করেন। তবে এর শেষাংশে আছে أَتُوب إِلَيْك من سيىء عَمَلي এ বাক্যটি অর্থের দিক থেকে شَرّ عَمَلي বাক্যের কাছাকাছি। সম্ভবত এতে লেখনীজনিত ত্রুটি রয়েছে। আল্লাহরই পবিত্রতা এবং তিনি সর্বজ্ঞ।)
(বর্ণনাকারী সংক্ষেপে উপরোক্ত হাদীসটি বর্ণনা করেন। তবে এর শেষাংশে আছে أَتُوب إِلَيْك من سيىء عَمَلي এ বাক্যটি অর্থের দিক থেকে شَرّ عَمَلي বাক্যের কাছাকাছি। সম্ভবত এতে লেখনীজনিত ত্রুটি রয়েছে। আল্লাহরই পবিত্রতা এবং তিনি সর্বজ্ঞ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
986 - وَرَوَاهُ ابْن أبي عَاصِم من حَدِيث معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يحلف ثَلَاث مَرَّات لَا يَسْتَثْنِي إِنَّه مَا من عبد يَقُول هَؤُلَاءِ الْكَلِمَات بعد صَلَاة الصُّبْح فَيَمُوت من يَوْمه إِلَّا دخل الْجنَّة وَإِن قَالَهَا حِين يُمْسِي فَمَاتَ من ليلته دخل الْجنَّة فَذكره بِاخْتِصَار إِلَّا أَنه قَالَ أَتُوب إِلَيْك من سيىء عَمَلي
وَهُوَ أقرب من قَوْله شَرّ عَمَلي
وَلَعَلَّه تَصْحِيف وَالله سُبْحَانَهُ أعلم
وَهُوَ أقرب من قَوْله شَرّ عَمَلي
وَلَعَلَّه تَصْحِيف وَالله سُبْحَانَهُ أعلم