আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৮২
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮২. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা) বলেছেন: কোন ব্যক্তি যেন প্রত্যহ সকালে দুই
হাজার নেকী আল্লাহর জন্য অর্জন করা ছেড়ে না দেয়। "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী" একশবার পড়লে এক
হাজার নেকী দেওয়া হয়। আল্লাহর কসম! ঐ ব্যক্তি আল্লাহর ফযলে ঐ পরিমাণ গুনাহ কখনো করবে না উল্লেখিত নেকী ব্যতীত সে যে কাজ করবে, তাকে তার পূর্ণ সওয়াব দেওয়া হবে।
(তাবারানী তাঁর নিজ শব্দযোগে ও আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তবে আহমদের বর্ণনায় 'এক হাজার নেকীর' কথা উল্লেখ রয়েছে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
982 - وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يدع رجل مِنْكُم أَن يعْمل لله كل يَوْم ألفي حَسَنَة حِين يصبح يَقُول سُبْحَانَ الله وَبِحَمْدِهِ مائَة مرّة فَإِنَّهَا ألفا حَسَنَة وَالله إِن شَاءَ الله لن يعْمل فِي يَوْمه من الذُّنُوب مثل ذَلِك وَيكون مَا عمل من خير سوى ذَلِك وافرا

رَوَاهُ الطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَأحمد وَعِنْده ألف حَسَنَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান