আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৮৩
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি সূরা আদ-দুখান পুরোপুরি পাঠ করবে এবং সূরা গাফিরের প্রথম থেকে وَإِلَيْهِ الْمصير পর্যন্ত পাঠ করবে এবং সন্ধ্যার সময় আয়াতুল কুরসী পাঠ করবে, সে ব্যক্তি সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি এসব সকালে পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদ থাকবে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন: হাদীসটি গরীব। হাদীসের সনদে আবদুর রহমান ইবন আবু বক্র ইবন আবু মুলায়কা স্মরণশক্তির দিক থেকে দুর্বল হওয়ায় তাঁর বর্ণনাটি বিতর্কিত।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
983 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ الدُّخان كلهَا وَأول حم غَافِر إِلَى وَإِلَيْهِ الْمصير غَافِر 3 وَآيَة الْكُرْسِيّ حِين يُمْسِي حفظ بهَا حَتَّى يصبح وَمن قَرَأَهَا حِين يصبح حفظ بهَا حَتَّى يُمْسِي

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَقد تكلم بَعضهم فِي عبد الرَّحْمَن بن أبي بكر بن أبي مليكَة من قبل حفظه
tahqiqতাহকীক:তাহকীক চলমান