আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৮১
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮১. হযরত আবু আয্যূব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি রোমে অবস্থানকালে বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি সকালবেলাঃ
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير
আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। তাঁরই রাজত্ব। তাঁরই সমস্ত প্রশংসা। তিনি সর্ব বিষয়ে শক্তিমান।" দশবার পড়বে, আল্লাহ তাকে দশটি নেকী দেবেন, তার দশটি গুনাহ মোচন করবেন, তাকে দশটি দাস মুক্তির সমতুল্য সওয়াব দেবেন এবং আল্লাহ তাকে শয়তান থেকে হিফাযত করবেন। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা তা বলবে, সেও অনুরূপ সওয়াব লাভ করবে।
(আহমদ, নাসাঈ নিজ শব্দযোগে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। পেছনের বর্ণনায় শব্দমালা, بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب বর্ণনা করা হয়েছে। আহমদ (র) তাঁর বর্ণনায় আরো বাড়িয়ে বলেনঃ وَله الْحَمد يحيي وَيُمِيت তিনি আরো বলেন: আল্লাহ তার আমলনামায় প্রত্যেকটি কালেমার বিনিময় দশটি করে নেকী দেবেন, তার দশটি গুনাহ মিটিয়ে দেবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন। আর এই দু'আ হবে দশটি দাস মুক্তির সওয়াব সমতুল্য এবং দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত অস্ত্রধারী দেহরক্ষীতুল্য, যা তাকে পাহারা দেবে। সে ঐ দিন এমন কোন গুনাহ করবে না, যা তার নেকী মিটিয়ে দেবে। যদি সে সন্ধ্যায় অনুরূপ পাঠ করে, তাকে অনুরূপ সওয়াব দেওয়া হবে।
(তাবারানী আহমদ-এর অনুরূপ বর্ণনা করেন। উভয়ের সনদ উত্তম।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
981 - وَعَن أبي أَيُّوب الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ أَنه قَالَ وَهُوَ فِي أَرض الرّوم إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ غدْوَة لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير
عشر مَرَّات كتب الله لَهُ عشر حَسَنَات ومحا عَنهُ عشر سيئات وَكن لَهُ قدر عشر رِقَاب وَأَجَارَهُ الله من الشَّيْطَان وَمن قَالَهَا عَشِيَّة مثل ذَلِك
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَتقدم لَفظه فِيمَا يَقُول بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
وَزَاد أَحْمد فِي رِوَايَته بعد قَوْله وَله الْحَمد يحيي وَيُمِيت وَقَالَ كتب الله لَهُ بِكُل وَاحِدَة قَالَهَا عشر حَسَنَات ومحا عَنهُ عشر سيئات وَرَفعه الله بهَا عشر دَرَجَات وَكن لَهُ كعشر رِقَاب وَكن لَهُ مسلحة من أول النَّهَار إِلَى آخِره وَلم يعْمل يَوْمئِذٍ عملا يقهرهن فَإِن قَالَهَا حِين يُمْسِي فَمثل ذَلِك

وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِنَحْوِ أَحْمد وإسنادهما جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান