আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৬০
অধ্যায়ঃ নফল
ফজরের সময় ঘুমান এবং কিয়ামুল লায়ল বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৯৬০. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: উম্মু সুলায়মান ইবন দাউদ (আ) সুলায়মান (আ)-এর উদ্দেশ্যে বলেছেন: হে বৎস! তুমি রাতে অধিক নিদ্রা যাবে না। কেননা রাতে অধিক নিদ্রা মানুষকে কিয়ামতের দিন ফকীর বানিয়ে দেবে।
(ইবন মাজাহ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর সনদটি হাসান হওয়ার সম্ভাবনা রয়েছে।)
(ইবন মাজাহ ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর সনদটি হাসান হওয়ার সম্ভাবনা রয়েছে।)
كتاب النَّوَافِل
التَّرْهِيب من نوم الْإِنْسَان إِلَى الصَّباح وَترك قيام شَيْء من اللَّيْل
960 - وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَت أم سُلَيْمَان بن دَاوُد لِسُلَيْمَان يَا بني لَا تكْثر النّوم بِاللَّيْلِ فَإِن كَثْرَة النّوم بِاللَّيْلِ تتْرك الرجل فَقِيرا يَوْم الْقِيَامَة
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَفِي إِسْنَاده احْتِمَال للتحسين
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَفِي إِسْنَاده احْتِمَال للتحسين