আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৫৯
অধ্যায়ঃ নফল
ফজরের সময় ঘুমান এবং কিয়ামুল লায়ল বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৯৫৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে, তখন শয়তান তার মাথার পেছন দিকে তিনটি গিরা দেয় এবং প্রত্যেক গিরায় মোহরাংকিত করে বলেঃ এখনও অনেক রাত আছে, কাজেই তুমি নিশ্চিন্তে ঘুমাও। যখন সে জেগে আল্লাহর যিকর করে, অমনি একটি গিরা খুলে যায়। এরপর যখন সে উযূ করে, তখন আরেকটি গিরা খুলে যায়। আর যখন সে সালাত আদায় করে, তখন অপর গিরা খুলে যায়। ফলে সে সুস্থতা লাভ করে এবং আনন্দ অনুভব করে। অন্যথায় সে অপবিত্র চিত্ত নিয়ে আলস্য সহকারে দিন যাপন করে।
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবন মাজাহ বলেছেন: সে সুস্থ ও প্রফুল্ল হয় এবং কল্যণ লাভ করে, নতুবা সে অপবিত্র মন নিয়ে আলস্য অবস্থায় দিন যাপন করে। ফলে সে কল্যাণ লাভ করে না। পূর্ববর্তী অধ্যায়ে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب النَّوَافِل
التَّرْهِيب من نوم الْإِنْسَان إِلَى الصَّباح وَترك قيام شَيْء من اللَّيْل
959 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يعْقد الشَّيْطَان على قافية رَأس أحدكُم إِذا هُوَ نَام ثَلَاث عقد يضْرب على كل عقدَة عَلَيْك ليل طَوِيل فارقد فَإِن اسْتَيْقَظَ فَذكر الله انْحَلَّت عقدَة فَإِن تَوَضَّأ انْحَلَّت عقدَة فَإِن صلى انْحَلَّت عقدَة فَأصْبح نشيطا طيب النَّفس وَإِلَّا أصبح خَبِيث النَّفس كسلان

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَعِنْده فَيُصْبِح نشيطا طيب النَّفس قد أصَاب خيرا وَإِن لم يفعل أصبح كسلان خَبِيث النَّفس لم يصب خيرا وَتقدم فِي الْبَاب قبله
tahqiqতাহকীক:তাহকীক চলমান