আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৬১
অধ্যায়ঃ নফল
ফজরের সময় ঘুমান এবং কিয়ামুল লায়ল বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৯৬১. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকেই বর্ণিত। নবী (সা) বলেছেন: কোন মুসলিম নর-নারী যখন ঘুমায়, তখন তার (মাথার) উপর গিরা দেওয়া হয়। যদি সে উযূ করে এবং (রাতে) সালাত আদায় করে, তবে সে হৃষ্ট চিত্তের অধিকারী হয় এবং প্রভৃত কল্যাণ লাভ করে এবং তার সকল গিরা খুলে যায়। আর যদি সে আল্লাহর বিনা যিকরে সকাল করে, তবে তার উপর থাকে গিরা। ফলে সে সকাল করে ভারাক্রান্ত ও আলস্য মন নিয়ে এবং সে কল্যাণ লাভ করে না।

ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মার শব্দমালা ইতোপূর্বে বর্ণিত হয়েছে।
كتاب النَّوَافِل
التَّرْهِيب من نوم الْإِنْسَان إِلَى الصَّباح وَترك قيام شَيْء من اللَّيْل
961 - وَعنهُ رَضِي الله عَنهُ أَيْضا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم ذكر وَلَا أُنْثَى ينَام إِلَّا وَعَلِيهِ جرير مَعْقُود فَإِن هُوَ تَوَضَّأ وَقَامَ إِلَى الصَّلَاة أصبح نشيطا قد أصَاب خيرا وَقد انْحَلَّت عقده كلهَا وَإِن اسْتَيْقَظَ وَلم يذكر الله أصبح وعقده عَلَيْهِ وَأصْبح ثقيلا كسلان وَلم يصب خيرا

رَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَاللَّفْظ لِابْنِ حبَان وَتقدم لفظ ابْن خُزَيْمَة