আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৫৬
অধ্যায়ঃ নফল
ফজরের সময় ঘুমান এবং কিয়ামুল লায়ল বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৯৫৬. হযরত ইবন মাস'উদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) এর কাছে এক ব্যক্তির কথা আলোচনা করা হল, যে ফর্সা হওয়া পর্যন্ত ঘুমিয়েছিল। তিনি বললেন: শয়তান তার দুই কানে পেশাব করে দিয়েছে। অথবা তিনি বলেছেন: তার কানে পেশাব করে দিয়েছে।
(বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ তাঁর বর্ণনায় দ্বিবচন ব্যবহার করেছেন। আহমদ বিশুদ্ধ সনদে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন: নবী (সা) নিঃসন্দেহে একবচন শব্দ فِي أُذُنه বলেছেন। ইমাম ইবন মাজাহ-এর হাদীসের শেষাংশে হাসান বলেনঃ আল্লাহর শপথ! শয়তানের পেশাব খুবই ভারি।)
كتاب النَّوَافِل
التَّرْهِيب من نوم الْإِنْسَان إِلَى الصَّباح وَترك قيام شَيْء من اللَّيْل
956 - عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ ذكر عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل نَام لَيْلَة حَتَّى أصبح قَالَ ذَاك رجل بَال الشَّيْطَان فِي أُذُنَيْهِ أَو قَالَ فِي أُذُنه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَقَالَ فِي أُذُنَيْهِ على التَّثْنِيَة من غير شكّ وَرَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح عَن أبي هُرَيْرَة وَقَالَ فِي أُذُنه على الْإِفْرَاد من غير شكّ وَزَاد فِي آخِره
قَالَ الْحسن إِن بَوْله وَالله ثقيل