আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৫৭
অধ্যায়ঃ নফল
ফজরের সময় ঘুমান এবং কিয়ামুল লায়ল বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৯৫৭. তাবারানী 'আওসাত' গ্রন্থে হযরত ইবন মাস'উদ (রা) হতে নিজ শব্দযোগে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: বান্দা যখন রাতে সালাত আদায়ের ইচ্ছা করে, তখন একজন ফিরিশতা এসে তাকে বলে, তুমি দাঁড়িয়ে যাও, কেননা তুমি সকাল করেছ। কাজেই তোমার রবের স্মরণার্থে সালাত আদায় কর। অন্যদিকে শয়তান এসে বলে, রাত অতি দীর্ঘ, তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে। যখন সে সালাত আদায় করে, তখন আনন্দ অনুভব করে, শরীর হালকা হয় এবং চোখ জুড়ায়। আর যদি সে শয়তানের অনুগত হয়, তখন সকাল হয়ে যায়, এমন কি শয়তান তার কানে পেশাব করে দেয়।
كتاب النَّوَافِل
التَّرْهِيب من نوم الْإِنْسَان إِلَى الصَّباح وَترك قيام شَيْء من اللَّيْل
957 - وروى الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط حَدِيث ابْن مَسْعُود رَضِي الله عَنهُ وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أَرَادَ العَبْد الصَّلَاة من اللَّيْل أَتَاهُ ملك فَقَالَ لَهُ قُم فقد أَصبَحت فصل وَاذْكُر رَبك فيأتيه الشَّيْطَان فَيَقُول عَلَيْك ليل طَوِيل وسوف تقوم فَإِن قَامَ فصلى أصبح
نشيطا خَفِيف الْجِسْم قرير الْعين وَإِن هُوَ أطَاع الشَّيْطَان حَتَّى أصبح بَال فِي أُذُنه
نشيطا خَفِيف الْجِسْم قرير الْعين وَإِن هُوَ أطَاع الشَّيْطَان حَتَّى أصبح بَال فِي أُذُنه