আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৫৫
অধ্যায়ঃ নফল
তন্দ্রাবস্থায় মানুষের সালাত আদায় ও কিরাআত পাঠ করার প্রতি ভীতি প্রদর্শন
৯৫৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন রাতে সালাতে দাঁড়ায় এবং কিরাআত জিহ্বায় আটকে যায় এবং সে কী বলে তা সে জানে না, এমতাবস্থায় সে যেন ঘুমিয়ে পড়ে।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْهِيب من صَلَاة الْإِنْسَان وقراءته حَال النعاس
955 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَامَ أحدكُم من اللَّيْل فاستعجم الْقُرْآن على لِسَانه فَلم يدر مَا يَقُول فليضطجع
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه رَحِمهم الله تَعَالَى
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه رَحِمهم الله تَعَالَى