আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৫৪
অধ্যায়ঃ নফল
তন্দ্রাবস্থায় মানুষের সালাত আদায় ও কিরাআত পাঠ করার প্রতি ভীতি প্রদর্শন
৯৫৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: তোমাদের কেউ যখন সালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সে যেন ঘুমিয়ে পড়ে, যতক্ষণ সে যা পাঠ করে, তা বুঝতে পারে।
(বুখারী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। তবে নাসাঈ শরীফে আরো বলা হয়েছেঃ তোমাদের কেউ যখন সালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সে যেন সালাতে থেকে বিরত থাকে এবং ঘুমিয়ে পড়ে।)
(বুখারী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। তবে নাসাঈ শরীফে আরো বলা হয়েছেঃ তোমাদের কেউ যখন সালাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সে যেন সালাতে থেকে বিরত থাকে এবং ঘুমিয়ে পড়ে।)
كتاب النَّوَافِل
التَّرْهِيب من صَلَاة الْإِنْسَان وقراءته حَال النعاس
954 - وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا نعس أحدكُم فِي الصَّلَاة فلينم حَتَّى يعلم مَا يَقْرَؤُهُ
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ إِلَّا أَنه قَالَ إِذا نعس أحدكُم فِي صلَاته فلينصرف وليرقد
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ إِلَّا أَنه قَالَ إِذا نعس أحدكُم فِي صلَاته فلينصرف وليرقد