আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৩৪
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমার উম্মাতের শ্রেষ্ঠ লোক তারাই, যারা কুরআনের হিফাযতকারী এবং যারা কিয়ামুল-লায়ল করে।
(ইবন আবিদ দুনিয়া ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন আবিদ দুনিয়া ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
934 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَشْرَاف أمتِي حَملَة الْقُرْآن وَأَصْحَاب اللَّيْل
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ