আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৩৩
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩৩. হযরত সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (সা) এর কাছে এসে বললেন: ইয়া মুহাম্মদ। আপনি ইচ্ছানুযায়ী জীবন যাপন করুন। কেননা আপনি ইনতিকাল করবেন, আপনি যথাসাধ্য আমল করুন, আপনি পুরস্কার পাবেন। আপনি যাকে ইচ্ছা ভালবাসুন, আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন। আপনি জেনে রাখুন, মুমিনের শারাফাত হচ্ছে কিয়ামুল-লায়ল আদায় করা, আর মানুষের প্রতি মুখাপেক্ষীহীনতা হচ্ছে সম্মানের বাহন।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
933 - وَعَن سهل بن سعد رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ جِبْرِيل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا مُحَمَّد عش مَا شِئْت فَإنَّك ميت واعمل مَا شِئْت فَإنَّك مَجْزِي بِهِ وأحبب من شِئْت فَإنَّك مفارقه وَاعْلَم أَن شرف الْمُؤمن قيام اللَّيْل وعزه استغناؤه عَن النَّاس

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإِسْنَاده حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান