আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৩২
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) আমাদের সালাতুল-লায়ল আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের এমনিভাবে অনুপ্রাণিত করেছেন যে, তোমাদের সালাতুল-লায়ল আদায় করা জরুরী, যদিও তা এক রাক'আতও হয়।
(তাবারানী 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
932 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ أمرنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِصَلَاة اللَّيْل وَرغب فِيهَا حَتَّى قَالَ عَلَيْكُم بِصَلَاة اللَّيْل وَلَو رَكْعَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط