আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৩১
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি কিয়ামুল-লায়ল সম্পর্কে আলোচনা করলাম। তখন কেউ কেউ বলল, রাসূলুল্লাহ বলেছেন: কিয়ামুল-লায়ল মধ্য রাতের পর, তৃতীয়াংশের পর, চতুর্থাংশের পর, ন্যূনপক্ষে উষ্ট্রী দোহনের পর, বকরী দোহানের পর (আদায় করা যায়)।
(আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। বর্ণিত হাদীসের রাবীদের বর্ণনা বিশুদ্ধ বর্ণনার মতই। উক্ত হাদীসটি একটি বড় হাদীসের অংশ বিশেষ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
931 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ فَذكرت قيام اللَّيْل فَقَالَ بَعضهم إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ نصفه ثلثه ربعه فوَاق حلب نَاقَة فوَاق حلب شَاة

رَوَاهُ أَبُو يعلى وَرِجَاله مُحْتَج بهم فِي الصَّحِيح وَهُوَ بعض حَدِيث