আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৩০
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩০. হযরত ইয়াস ইবন মু'আবিয়া মুযানী (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: দুধ দোহনের সময়ে হলেও সালাতুল-লায়ল আদায় করবে, আর ইশার পরেই (শুরু হয়) সালাতুল-লায়ল।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, মুহাম্মাদ ইবন ইসহাক ব্যতীত এর বর্ণনাকারীদের সবাই বিশ্বস্ত।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, মুহাম্মাদ ইবন ইসহাক ব্যতীত এর বর্ণনাকারীদের সবাই বিশ্বস্ত।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
930 - وَعَن إِيَاس بن مُعَاوِيَة الْمُزنِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا بُد من صَلَاة بلَيْل وَلَو حلب شَاة وَمَا كَانَ بعد صَلَاة الْعشَاء فَهُوَ من اللَّيْل
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا مُحَمَّد بن إِسْحَاق
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا مُحَمَّد بن إِسْحَاق