আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯২৯
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯২৯. হযরত আনাস (রা) থেকে মারফু' সনদে বর্ণিত। তিনি বলেন: আমার (নবী সা. এর) মসজিদে সালাত আদায়ে দশ হাজার গুণ বেশি (সওয়াব), মসজিদুল হারামে এক লক্ষ গুণ সওয়াব, রিবাতের (সীমান্ত প্রহরাকালীন) ভূখণ্ডে সালাত আদায়ে রয়েছে দুই হাজার গুণ সওয়াব। এ সবের চেয়ে বান্দা গভীর রাতে যে সালাত আদায় করে, তাতে রয়েছে অধিক সওয়াব, যদি তা কেবল আল্লাহর উদ্দেশ্যে হয়।
(আবু শায়খ ইবন হিব্বান তাঁর 'সওয়াব' অধ্যায়ে এ হাদীসটি বর্ণনা করেন।)
(আবু শায়খ ইবন হিব্বান তাঁর 'সওয়াব' অধ্যায়ে এ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
929 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ يرفعهُ قَالَ صَلَاة فِي مَسْجِدي تعدل بِعشْرَة آلَاف صَلَاة وَصَلَاة فِي الْمَسْجِد الْحَرَام تعدل بِمِائَة ألف صَلَاة وَالصَّلَاة بِأَرْض الرِّبَاط تعدل بألفي ألف صَلَاة وَأكْثر من ذَلِك كُله الركعتان يُصَلِّيهمَا العَبْد فِي جَوف اللَّيْل لَا يُرِيد بهما إِلَّا مَا عِنْد الله عز وَجل
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب