আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯২৮
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯২৮. হযরত সামুরা ইবন জুন্দুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) আমাদের রাতে অল্প-বিস্তর সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন এবং পরিশেষে বিতর আদায় করতে বলেছেন।
(তাবারানী ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
928 - وَرُوِيَ عَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ أمرنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن نصلي من اللَّيْل مَا قل أَو كثر ونجعل آخر ذَلِك وترا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار