আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯২৫
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯২৫. তাবারানীর 'কাবীর' গ্রন্থে হযরত আবূ মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন ব্যক্তি রাতে জাগল এবং তার স্ত্রীকে জাগাল। আর তার (স্ত্রীর) ঘুমের প্রাবল্য হওয়ায় তার চেহারায় পানি ছিটিয়ে দিল, তারপর তারা তাদের ঘরে দু'জনে দাঁড়িয়ে রাতের কিছু অংশে আল্লাহর যিকর করল। ফলে তাদের ক্ষমা করা হয়।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
925 - وروى الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من رجل يَسْتَيْقِظ من اللَّيْل فيوقظ امْرَأَته فَإِن غلبها النّوم نضح فِي وَجههَا المَاء فيقومان فِي بيتهما فيذكران الله عز وَجل سَاعَة من اللَّيْل إِلَّا غفر لَهما
বর্ণনাকারী: