আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯২৪
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯২৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা ঐ ব্যক্তির উপর রহম করেন যে কিয়ামুল-লায়ল করে এবং তার স্ত্রীকে জাগ্রত করে এবং সে সালাত আদায় করে। যদি সে অস্বীকার করে, তবে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। (অনুরূপভাবে) আল্লাহ তা'আলা ঐ মহিলার উপর রহম করেন যে (রাতে) কিয়ামুল-লায়ল করে এবং তার স্বামীকে জাগ্রত করে এবং সে সালাত আদায় করে। আর যদি সে অস্বীকার করে, তবে সে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়।
(উপরোক্ত শব্দযোগে আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ। কারো কারো বর্ণনায় نضح অথবা نضحت এর স্থলে رش ও رشت শব্দ উল্লেখ আছে। উভয়ে একই অর্থবোধক।)
(উপরোক্ত শব্দযোগে আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ। কারো কারো বর্ণনায় نضح অথবা نضحت এর স্থলে رش ও رشت শব্দ উল্লেখ আছে। উভয়ে একই অর্থবোধক।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
924 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رحم الله رجلا قَامَ من اللَّيْل فصلى وَأَيْقَظَ امْرَأَته فَإِن أَبَت نضح فِي وَجههَا المَاء ورحم الله امْرَأَة قَامَت من اللَّيْل فصلت وأيقظت زَوجهَا فَإِن أَبى نضحت فِي وَجهه المَاء
رَوَاهُ أَبُو دَاوُد وَهَذَا لَفظه وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَعند بَعضهم رش ورشت بدل نضح ونضحت
وَهُوَ بِمَعْنَاهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَهَذَا لَفظه وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَعند بَعضهم رش ورشت بدل نضح ونضحت
وَهُوَ بِمَعْنَاهُ