আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯২৩
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯২৩. হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিয়ামুল-লায়ল তোমাদের উপর জরুরী। কেননা তা তোমাদের পূর্বেকার সৎলোকদের নিয়ম, তোমাদের রবের নৈকট্য লাভের মাধ্যম, গুনাহসমূহ বিমোচনকারী, গুনাহ থেকে বাধাদানকারী এবং শরীরের রোগ নিরাময়কারী।
(আবদুর রহমান ইবন সুলায়মান ইবন আবু জুন সূত্রে তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে এবং ইমাম তিরমিযী তাঁর 'জামে' গ্রন্থের দাওয়াত অধ্যায়ে বক্র ইবন খুনায়স থেকে, তিনি মুহাম্মাদ ইবন সা'ঈদ শামী থেকে, তিনি রাবী'আ ইবন ইয়াযীদ সূত্রে আবু ইদরীস খাওলানী থেকে, তিনি হযরত বিলাল (রা) ও হযরত আবদুর রহমান ইবন সুলায়মান থেকে বর্ণনা করেছেন। আবদুর রহমান ইবন সুলায়মান ইবন আবু জুন মুহাম্মদ ইবন সা'ঈদ শামী হতে উত্তম।)
(আবদুর রহমান ইবন সুলায়মান ইবন আবু জুন সূত্রে তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে এবং ইমাম তিরমিযী তাঁর 'জামে' গ্রন্থের দাওয়াত অধ্যায়ে বক্র ইবন খুনায়স থেকে, তিনি মুহাম্মাদ ইবন সা'ঈদ শামী থেকে, তিনি রাবী'আ ইবন ইয়াযীদ সূত্রে আবু ইদরীস খাওলানী থেকে, তিনি হযরত বিলাল (রা) ও হযরত আবদুর রহমান ইবন সুলায়মান থেকে বর্ণনা করেছেন। আবদুর রহমান ইবন সুলায়মান ইবন আবু জুন মুহাম্মদ ইবন সা'ঈদ শামী হতে উত্তম।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
923 - وَعَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَلَيْكُم بِقِيَام اللَّيْل فَإِنَّهُ دأب الصَّالِحين قبلكُمْ ومقربة لكم إِلَى ربكُم ومكفرة للسيئات ومنهاة عَن الْإِثْم ومطردة للداء عَن الْجَسَد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة عبد الرَّحْمَن بن سُلَيْمَان بن أبي الجون وَرَوَاهُ التِّرْمِذِيّ فِي الدَّعْوَات من جَامعه من رِوَايَة بكر بن خُنَيْس عَن مُحَمَّد بن سعيد الشَّامي عَن ربيعَة بن يزِيد عَن أبي إِدْرِيس الْخَولَانِيّ وَعَن بِلَال رَضِي الله عَنهُ وَعبد الرَّحْمَن بن سُلَيْمَان أصلح حَالا من مُحَمَّد بن سعيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة عبد الرَّحْمَن بن سُلَيْمَان بن أبي الجون وَرَوَاهُ التِّرْمِذِيّ فِي الدَّعْوَات من جَامعه من رِوَايَة بكر بن خُنَيْس عَن مُحَمَّد بن سعيد الشَّامي عَن ربيعَة بن يزِيد عَن أبي إِدْرِيس الْخَولَانِيّ وَعَن بِلَال رَضِي الله عَنهُ وَعبد الرَّحْمَن بن سُلَيْمَان أصلح حَالا من مُحَمَّد بن سعيد
বর্ণনাকারী: