আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯০৮
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯০৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন ঘুমায়, তখন শয়তান তার মাথার পেছন দিকে তিনটি গিরা দেয় এবং প্রত্যেক গিরার উপর মোহরাংকিত করে বলে, এখনো অনেক রাত আছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও। যখন সে জাগ্রত হয়ে আল্লাহর যিকর করে, তখন একটি গিরা খুলে যায়। এরপর যখন সে উযু করে, তখন আরেকটি গিরা খুলে যায়। এরপর যখন সে সালাত আদায় করে, তখন সমস্ত গিরা খুলে যায়। ফলে তার সকাল হয় অত্যন্ত আনন্দ উৎফুল্ল মন নিয়ে। অন্যথায় সে সকাল করে কলুষিত অন্তর ও অলস মন নিয়ে।
(মালিক, বুখারী ও মুসলিম, আবূ দাউদ, নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ বলেছেন: সে সকাল করে পুত-পবিত্র অন্তর নিয়ে। ফলে সে প্রভৃত কল্যাণ লাভ করে। আর যদি সে তা না করে, তাহলে তার সকাল হয় অলসভাবে, নিকৃষ্ট নফ্স নিয়ে। ফলে সে প্রভৃত কল্যাণ লাভ করে না। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। তিনি হাদীসের শেষাংশে বলেছেন: দুই রাকাআত সালাত আদায় করে হলেও শয়তানের গিরা খুলে ফেল।)
(মালিক, বুখারী ও মুসলিম, আবূ দাউদ, নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ বলেছেন: সে সকাল করে পুত-পবিত্র অন্তর নিয়ে। ফলে সে প্রভৃত কল্যাণ লাভ করে। আর যদি সে তা না করে, তাহলে তার সকাল হয় অলসভাবে, নিকৃষ্ট নফ্স নিয়ে। ফলে সে প্রভৃত কল্যাণ লাভ করে না। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। তিনি হাদীসের শেষাংশে বলেছেন: দুই রাকাআত সালাত আদায় করে হলেও শয়তানের গিরা খুলে ফেল।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
908 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يعْقد الشَّيْطَان على قافية رَأس أحدكُم إِذا هُوَ نَام ثَلَاث عقد يضْرب على كل عقدَة عَلَيْك ليل طَوِيل فارقد فَإِن اسْتَيْقَظَ فَذكر الله تَعَالَى انْحَلَّت عقدَة فَإِن تَوَضَّأ انْحَلَّت عقدَة فَإِن صلى انْحَلَّت عقده كلهَا فَأصْبح نشيطا طيب النَّفس وَإِلَّا أصبح خَبِيث النَّفس كسلان
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَقَالَ فَيُصْبِح نشيطا طيب النَّفس قد أصَاب خيرا وَإِن لم يفعل أصبح كسلا خَبِيث النَّفس لم يصب خيرا
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه نَحوه وَزَاد فِي آخِره فحلوا عقد الشَّيْطَان وَلَو بِرَكْعَتَيْنِ
قافية الرَّأْس مؤخره وَمِنْه سمي آخر بَيت الشّعْر قافية
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَقَالَ فَيُصْبِح نشيطا طيب النَّفس قد أصَاب خيرا وَإِن لم يفعل أصبح كسلا خَبِيث النَّفس لم يصب خيرا
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه نَحوه وَزَاد فِي آخِره فحلوا عقد الشَّيْطَان وَلَو بِرَكْعَتَيْنِ
قافية الرَّأْس مؤخره وَمِنْه سمي آخر بَيت الشّعْر قافية