আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯০৭
অধ্যায়ঃ নফল
রাতে ঘুম থেকে উঠে দু'আ পাঠ করার প্রতি অনুপ্রেরণা
৯০৭. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি রাতে বিছানা থেকে উঠে দশবার বিসমিল্লাহ, দশবার সুবহানাল্লাহ এবং আমানতু বিল্লাহি ওয়া কাফারতু বিত্-তাগূত দশবার পাঠ করবে, সে পরকালে ভীতিজনক যাবতীয় গুনাহ থেকে রক্ষা পাবে এবং তার থেকে কোন গুনাহ প্রকাশ পাবে না।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এই অনুচ্ছেদে রাসূলুল্লাহ (সা) এর কার্যাবলী সম্পর্কিত অনেকগুলো হাদীস বর্ণিত রয়েছে কিন্তু তা অনুপ্রাণিত করার ব্যাপারে স্পষ্ট নয় বিধায় আমি তা উল্লেখ করি নি।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এই অনুচ্ছেদে রাসূলুল্লাহ (সা) এর কার্যাবলী সম্পর্কিত অনেকগুলো হাদীস বর্ণিত রয়েছে কিন্তু তা অনুপ্রাণিত করার ব্যাপারে স্পষ্ট নয় বিধায় আমি তা উল্লেখ করি নি।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن إِذا اسْتَيْقَظَ من اللَّيْل
907 - وَرُوِيَ عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ حِين يَتَحَرَّك من اللَّيْل بِسم الله عشر مَرَّات وَسُبْحَان الله عشرا آمَنت بِاللَّه وكفرت بالطاغوت عشرا وقِي كل ذَنْب يتخوفه وَلم يَنْبغ لذنب أَن يُدْرِكهُ إِلَى مثلهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي الْبَاب أَحَادِيث كَثِيرَة من فعله صلى الله عَلَيْهِ وَسلم لَيست صَرِيحَة فِي التَّرْغِيب لم أذكرها
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي الْبَاب أَحَادِيث كَثِيرَة من فعله صلى الله عَلَيْهِ وَسلم لَيست صَرِيحَة فِي التَّرْغِيب لم أذكرها