আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯০৬
অধ্যায়ঃ নফল
রাতে ঘুম থেকে উঠে দু'আ পাঠ করার প্রতি অনুপ্রেরণা
৯০৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছেন: আল্লাহ তা'আলা যখন তার মুমিন বান্দার আত্মা রাতে ফিরিয়ে দেন। তারপর সে তাঁর তাসবীহ পাঠ করে, তাঁর প্রশংসা করে এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাঁর নিকট দু'আ করে, তখন তিনি তার দু'আ কবুল করেন।
(ইবন আবুদ-দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن إِذا اسْتَيْقَظَ من اللَّيْل
906 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله تَعَالَى إِذا رد إِلَى العَبْد الْمُؤمن نَفسه من اللَّيْل فسبحه ومجده وَاسْتَغْفرهُ فَدَعَاهُ تقبل مِنْهُ

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান