আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯০৯
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯০৯. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ কোন পুরুষ কিংবা মহিলা যখন রাতে ঘুমায়, তখন তার মাথায় গিরা দেওয়া হয়। যখন সে জাগে এবং আল্লাহর যিকর করে, তখন তার গিরা আল্লাহ খুলে দেন। আর যখন সে উযূ করে এবং সালাত আদায় করে, তখন গিরা খুলে যায় এবং সে প্রফুল্ল মনে সকাল করে এবং কল্যাণ লাভ করে।
(ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে এবং ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বানের শব্দমালা সামনে আসছে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
909 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من ذكر وَلَا أُنْثَى إِلَّا على رَأسه جرير مَعْقُود حِين يرقد بِاللَّيْلِ فَإِن اسْتَيْقَظَ فَذكر الله انْحَلَّت عقدَة وَإِذا قَامَ تَوَضَّأ وَصلى انْحَلَّت العقد وَأصْبح خَفِيفا طيب النَّفس قد أصَاب خيرا

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي
صَحِيحه وَقَالَ الْجَرِير الْحَبل
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَيَأْتِي لَفظه