আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯০২
অধ্যায়ঃ নফল
বিছানায় শুয়ে দু'আ পাঠের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি আল্লাহর যিকর ব্যতীত ঘুমিয়ে পড়ে
৯০২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি বিছানায় ঘুমোতে গিয়েঃ الْحَمد لله الَّذِي كفاني وأواني وَالْحَمْد لله الَّذِي أَطْعمنِي وسقاني وَالْحَمْد لله الَّذِي من عَليّ
অর্থাৎ "সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আমাকে নিরাপত্তা এবং বাসস্থান দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আমার খাবার ও পানীয় সংস্থান করেছেন। সমস্ত প্রশংসা আল্লারই জন্য, যিনি আমার
প্রতি অনুগ্রহ করে মর্যাদা দান করেছেন।" পাঠ করবে, সে যেন সৃষ্টিলোকের সকলের প্রশংসা করল।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর সনদ সূত্র আমার জানা নেই।)
অর্থাৎ "সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আমাকে নিরাপত্তা এবং বাসস্থান দান করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আমার খাবার ও পানীয় সংস্থান করেছেন। সমস্ত প্রশংসা আল্লারই জন্য, যিনি আমার
প্রতি অনুগ্রহ করে মর্যাদা দান করেছেন।" পাঠ করবে, সে যেন সৃষ্টিলোকের সকলের প্রশংসা করল।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর সনদ সূত্র আমার জানা নেই।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن حِين يأوي إِلَى فرَاشه وَمَا جَاءَ فِيمَن نَام وَلم يذكر الله تَعَالَى
902 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ إِذا أَوَى إِلَى فرَاشه الْحَمد لله الَّذِي كفاني وأواني وَالْحَمْد لله الَّذِي أَطْعمنِي وسقاني وَالْحَمْد لله الَّذِي من عَليّ فأفضل
فقد حمد الله بِجَمِيعِ محامد الْخلق كلهم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَلَا يحضرني إِسْنَاده الْآن
فقد حمد الله بِجَمِيعِ محامد الْخلق كلهم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَلَا يحضرني إِسْنَاده الْآن