আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯০১
অধ্যায়ঃ নফল
বিছানায় শুয়ে দু'আ পাঠের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি আল্লাহর যিকর ব্যতীত ঘুমিয়ে পড়ে
৯০১. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি বিছানায়
ঘুমাতে গিয়ে: الْحَمد لله الَّذِي علا فقهر وبطن فخبر وَملك فَقدر الْحَمد لله الَّذِي يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
অর্থাৎ "সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি প্রভাব বিস্তারকারী, তিনি সৃষ্টি জগৎ থেকে অদৃশ্য তথাপি ও তিনি সর্ব বিষয়ে অবহিত আছেন। তিনি সকল বস্তুর মালিক, তিনি নির্ধারক। আল্লাহরই জন্য যাবতীয় প্রশংসা, যিনি জীবন দেন ও মৃত দেন। তিনি সর্ব বিষয়ে শক্তিমান।"
এই দু'আ পাঠ করবে, সে গুনাহ থেকে এমন নিষ্পাপ হবে যে, যেন তার মা আজ তাকে প্রসব করেছে।
(তারাবানীর 'আওসাত' গ্রন্থে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকীও তাঁর 'শু'আবুল ঈমান' অধ্যায়ে বর্ণনা করেছেন।)
ঘুমাতে গিয়ে: الْحَمد لله الَّذِي علا فقهر وبطن فخبر وَملك فَقدر الْحَمد لله الَّذِي يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
অর্থাৎ "সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি প্রভাব বিস্তারকারী, তিনি সৃষ্টি জগৎ থেকে অদৃশ্য তথাপি ও তিনি সর্ব বিষয়ে অবহিত আছেন। তিনি সকল বস্তুর মালিক, তিনি নির্ধারক। আল্লাহরই জন্য যাবতীয় প্রশংসা, যিনি জীবন দেন ও মৃত দেন। তিনি সর্ব বিষয়ে শক্তিমান।"
এই দু'আ পাঠ করবে, সে গুনাহ থেকে এমন নিষ্পাপ হবে যে, যেন তার মা আজ তাকে প্রসব করেছে।
(তারাবানীর 'আওসাত' গ্রন্থে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকীও তাঁর 'শু'আবুল ঈমান' অধ্যায়ে বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن حِين يأوي إِلَى فرَاشه وَمَا جَاءَ فِيمَن نَام وَلم يذكر الله تَعَالَى
901 - وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ إِذا أَوَى إِلَى فرَاشه الْحَمد لله الَّذِي علا فقهر وبطن فخبر وَملك فَقدر الْحَمد لله الَّذِي يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَمن طَرِيقه الْبَيْهَقِيّ فِي الشّعب وَغَيره
خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَمن طَرِيقه الْبَيْهَقِيّ فِي الشّعب وَغَيره
বর্ণনাকারী: