আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৯৫
অধ্যায়ঃ নফল
বিছানায় শুয়ে দু'আ পাঠের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি আল্লাহর যিকর ব্যতীত ঘুমিয়ে পড়ে
৮৯৫. হযরত শাদ্দাদ ইবন আওস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যখন কোন মুসলিম বান্দা ঘুমোতে যায়, তখন সে যেন কুরআনের একটি সূরা তিলাওয়াত করে। এতে আল্লাহ তা'আলা তার জন্য একজন ফিরিশতা নিযুক্ত করবেন। ফলে কষ্টদায়ক কোন বস্তু তার নিকটবর্তী হবে না, এমনকি সে নিদ্রা থেকে জাগরিত হবে।
(তিরমিযী ও আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তবে আহমদ বলেছেন। আল্লাহ তা'আলা তার কাছে একজন ফিরিশতা পাঠাবেন। সে তাকে যাবতীয় কষ্টদায়ক বস্তু হতে হিফাযত করবে, এমন কি সে নিদ্রা থেকে জাগরিত হবে। আহমদ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن حِين يأوي إِلَى فرَاشه وَمَا جَاءَ فِيمَن نَام وَلم يذكر الله تَعَالَى
895 - وَعَن شَدَّاد بن أَوْس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلم يَأْخُذ مضجعه فَيقْرَأ سُورَة من كتاب الله إِلَّا وكل الله لَهُ بِهِ ملكا فَلَا يقربهُ شَيْء يُؤْذِيه حَتَّى يهب من نَومه مَتى هَب

رَوَاهُ التِّرْمِذِيّ وَرَوَاهُ أَحْمد إِلَّا أَنه قَالَ بعث الله لَهُ ملكا يحفظه من كل شَيْء يُؤْذِيه حَتَّى يهب مَتى هَب
ورواة أَحْمد رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান