আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৯১
অধ্যায়ঃ নফল
বিছানায় শুয়ে দু'আ পাঠের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি আল্লাহর যিকর ব্যতীত ঘুমিয়ে পড়ে
৮৯১. হযরত ফারওয়া ইবন নাওফাল (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। নবী (সা) নাওফল (রা)-কে বললেনঃ তুমি قل يَا أَيهَا الْكَافِرُونَ (অর্থাৎ বল, হে কাফির সম্প্রদায়।) পড়বে, এরপর তা শেষ করে নিদ্রায় যাবে। কেননা তা তোমাকে শিরক থেকে মুক্ত করবে।
(আবু দাউদ নিজ শব্দযোগে এবং তিরমিযী, নাসাঈ প্রমুখ মুত্তাসিল ও মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেন। ইবন হিব্বান 'সহীহ' গ্রন্থে এবং হাকিম এটি বর্ণনা করেন। হাকিম বলেন: হাদীসটি সনদ সহীহ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن حِين يأوي إِلَى فرَاشه وَمَا جَاءَ فِيمَن نَام وَلم يذكر الله تَعَالَى
891 - وَعَن فَرْوَة بن نَوْفَل عَن أَبِيه رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لنوفل اقْرَأ {قل يَا أَيهَا الْكَافِرُونَ} الْكَافِرُونَ 1 ثمَّ نم على خاتمتها فَإِنَّهَا بَرَاءَة من الشّرك

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ مُتَّصِلا ومرسلا وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান