আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৯২
অধ্যায়ঃ নফল
বিছানায় শুয়ে দু'আ পাঠের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি আল্লাহর যিকর ব্যতীত ঘুমিয়ে পড়ে
৮৯২. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে মুসলিম বান্দা দুটো স্বভাব অথবা তিনি বলেছেন: দুটি বৈশিষ্ট্য অবলম্বন করবে, সে জান্নাতী। সে দুটো খুব সহজ কাজ। এই দুটি কাজের আমলকারীর সংখ্যা খুবই কম। তা হল: প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদু লিল্লাহ এবং দশবার আল্লাহু আকবার পড়বে। এভাবে পাঁচ ওয়াক্ত সালাতে যবানে একশ পঞ্চাশবার হবে। আর দেড় হাজারবার হবে মীযানে। নিদ্রা যাওয়ার সময় চৌত্রিশবার আল্লাহ আকবার, আলহামদু লিল্লাহ তেত্রিশবার এবং সুবহানাল্লাহ তেত্রিশবার বলবে। ফলে, ঐ আমলটি যবানে একশবার এবং মীযান একহাজার বার হবে। আমি রাসূলুল্লাহ-কে হাতে গুণে এভাবে পড়তে দেখেছি। তারা বলল: ইয়া রাসূলাল্লাহ। ঐ দুটি আমল কেমন করে সহজ হল আর কেমন করে তার আমলকারীর সংখ্যা কম হল? তিনি বললেন, তোমাদের কাছে নিদ্রাবস্থায় শয়তান আসে, এই তাসবীহ পাঠ করার আগেই তাকে ঘুম পাড়ায় এবং সে তার সালাত আদায়ের সময় উক্ত তাসবীহ পাঠ করার আগেই তার কাছে আসে এবং তাকে তার জরুরতের কথা স্মরণ করিয়ে দেয়।
(আবূ দাউদ, তিনি নিজ শব্দে ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন: হাদীসটি হাসান-সহীহ। নাসাঈ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বাড়িয়ে বলেছেন ألف وَخَمْسمِائة فِي الْمِيزَان এই বাক্যের পরে বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যদি দিন রাতে দুই হাজার পাঁচশবার উক্ত তাসবীহ পাঠ করে, তার কি কোন গুনাহ থাকতে পারে?)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن حِين يأوي إِلَى فرَاشه وَمَا جَاءَ فِيمَن نَام وَلم يذكر الله تَعَالَى
892 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خصلتان أَو خلَّتَانِ لَا يحافظ عَلَيْهِمَا عبد مُسلم إِلَّا دخل الْجنَّة هما يسير وَمن يعْمل بهما قَلِيل يسبح فِي دبر كل صَلَاة عشرا ويحمد عشرا وَيكبر عشرا فَذَلِك خَمْسُونَ وَمِائَة بِاللِّسَانِ وَألف وَخَمْسمِائة فِي الْمِيزَان وَيكبر أَرْبعا وَثَلَاثِينَ إِذا أَخذ مضجعه ويحمد ثَلَاثًا وَثَلَاثِينَ ويسبح ثَلَاثًا وَثَلَاثِينَ فَذَلِك مائَة بِاللِّسَانِ وَألف فِي الْمِيزَان
فَلَقَد رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يعقدها
قَالُوا يَا رَسُول الله كَيفَ هما يسير وَمن يعْمل بهما قَلِيل قَالَ يَأْتِي أحدكُم
يَعْنِي الشَّيْطَان فِي مَنَامه فينومه قبل أَن يَقُوله ويأتيه فِي صلَاته فيذكره حَاجَة قبل أَن يَقُولهَا

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَزَاد بعد قَوْله وَألف وَخَمْسمِائة فِي الْمِيزَان قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَيكُمْ يعْمل فِي الْيَوْم وَاللَّيْلَة أَلفَيْنِ وَخَمْسمِائة سَيِّئَة