আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৮৬
অধ্যায়ঃ নফল
রাতে উঠার উদ্দেশ্যে পবিত্রাবস্থায় ঘুম যাওয়ার প্রতি অনুপ্রেরণা
৮৮৬. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি এই নিয়্যাত করে শয্যা গ্রহণ করল যে, সে সালাতুল লায়ল আদায় করবে, কিন্তু তার উপর ঘুমের প্রভাববশত সে ঘুমিয়ে পড়ল, এমনকি সকাল হয়ে গেল (এবং সালাত আদায় করতে পারল না), এমতাবস্থায় আল্লাহ তা'আলার পক্ষ হতে তাকে সালাত আদায়ের সওয়াব দেওয়া হবে এবং তার রবের পক্ষ থেকে ঘুম হবে সদকা।
(নাসাঈ ওইবন মাজাহ উত্তম সনদে এটি বর্ণনা করেছেন। ইবন খুযয়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং নাসাঈও বর্ণনা করেছেন। ইবন খুযায়মা হযরত আবুদ-দারদা ও আবু যর (রা) থেকে মাওকুফ সনদে বর্ণনা করেছেন। ইমাম দারু কুতনী বলেছেন: এ হাদীসটি মাহফুয। ইবন খুযায়মা বলেনঃ হুসায়ন ইবন আলী থেকে যায়িদার সূত্র ব্যতীত এ হাদীসটির সনদ আমার জানা নেই। আর এ হাদীসের রাবীগণ সনদ নিয়ে দ্বিমত পোষণ করেছেন।)
(নাসাঈ ওইবন মাজাহ উত্তম সনদে এটি বর্ণনা করেছেন। ইবন খুযয়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং নাসাঈও বর্ণনা করেছেন। ইবন খুযায়মা হযরত আবুদ-দারদা ও আবু যর (রা) থেকে মাওকুফ সনদে বর্ণনা করেছেন। ইমাম দারু কুতনী বলেছেন: এ হাদীসটি মাহফুয। ইবন খুযায়মা বলেনঃ হুসায়ন ইবন আলী থেকে যায়িদার সূত্র ব্যতীত এ হাদীসটির সনদ আমার জানা নেই। আর এ হাদীসের রাবীগণ সনদ নিয়ে দ্বিমত পোষণ করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي أَن ينَام الْإِنْسَان طَاهِرا نَاوِيا للْقِيَام
886 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ يبلغ بِهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى فرَاشه وَهُوَ يَنْوِي أَن يقوم يُصَلِّي من اللَّيْل فغلبته عينه حَتَّى أصبح كتب لَهُ مَا نوى وَكَانَ نَومه صَدَقَة عَلَيْهِ من ربه
رَوَاهُ النَّسَائِيّ ابْن مَاجَه بِإِسْنَاد جيد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَرَوَاهُ النَّسَائِيّ أَيْضا وَابْن خُزَيْمَة عَن أبي الدَّرْدَاء وَأبي ذَر مَوْقُوفا
قَالَ الدَّارَقُطْنِيّ وَهُوَ الْمَحْفُوظ وَقَالَ ابْن خُزَيْمَة هَذَا خبر لَا أعلم أحدا أسْندهُ غير حُسَيْن بن عَليّ عَن زَائِدَة وَقد اخْتلف الروَاة فِي إِسْنَاد هَذَا الْخَبَر
رَوَاهُ النَّسَائِيّ ابْن مَاجَه بِإِسْنَاد جيد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَرَوَاهُ النَّسَائِيّ أَيْضا وَابْن خُزَيْمَة عَن أبي الدَّرْدَاء وَأبي ذَر مَوْقُوفا
قَالَ الدَّارَقُطْنِيّ وَهُوَ الْمَحْفُوظ وَقَالَ ابْن خُزَيْمَة هَذَا خبر لَا أعلم أحدا أسْندهُ غير حُسَيْن بن عَليّ عَن زَائِدَة وَقد اخْتلف الروَاة فِي إِسْنَاد هَذَا الْخَبَر
বর্ণনাকারী: