আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৮৭
অধ্যায়ঃ নফল
রাতে উঠার উদ্দেশ্যে পবিত্রাবস্থায় ঘুম যাওয়ার প্রতি অনুপ্রেরণা
৮৮৭. হযরত আবু যর অথবা আবুদ-দারদা (রা) (বর্ণনাকারী শুবা সন্দেহ পোষণ করেছেন থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে বান্দা মনে মনে সিদ্ধান্ত নিল যে, সালাতুল-লায়ল আদায় করবে। কিন্তু ঘুম তার উপর প্রভাব বিস্তার করল, আল্লাহর কাছে তার ঘুম হবে সদকা এবং সে যে নিয়্যাত করেছিল, তিনি তাকে তার সওয়াব দেবেন।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে মারফু সনদে এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে মাওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي أَن ينَام الْإِنْسَان طَاهِرا نَاوِيا للْقِيَام
887 - وَعَن أبي ذَر أَو أبي الدَّرْدَاء شكّ شُعْبَة رَضِي الله عَنهُ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد يحدث نَفسه بِقِيَام سَاعَة من اللَّيْل فينام عَنْهَا إِلَّا كَانَ نَومه صَدَقَة تصدق الله بهَا عَلَيْهِ وَكتب لَهُ أجر مَا نوى

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه مَرْفُوعا وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه مَوْقُوفا لم يرفعهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: