আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৮৫
অধ্যায়ঃ নফল
রাতে উঠার উদ্দেশ্যে পবিত্রাবস্থায় ঘুম যাওয়ার প্রতি অনুপ্রেরণা
৮৮৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি রাতে সালাত আদায়ে অভ্যস্ত, কিন্তু ঘুমের প্রভাববশত সে সালাত আদায় করতে পারে নি, আল্লাহ তা'আলা তাকে সালাত আদায়ের সওয়াব দেবেন এবং তার ঘুম হবে তার জন্য সাদকা।
(মালিক, আবু দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। তবে এ সনদে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন। ইমাম নাসাঈ তাঁর বর্ণনায় উক্ত ব্যক্তির নাম আসওয়াদ ইবন ইয়াযীদ বলে উল্লেখ করেছেন। তিনি একজন বিশ্বস্ত রাবী এবং সনদের অবশিষ্টাংশও বিশ্বস্ত রাবীগণ কর্তৃক বর্ণিত। ইবন আবুদ-দুনিয়া তাহাজ্জুদ অধ্যায়ে উত্তম সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন। বর্ণনাটি দলীল হিসেবে গ্রহণ করা সহীহ।)
(মালিক, আবু দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। তবে এ সনদে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন। ইমাম নাসাঈ তাঁর বর্ণনায় উক্ত ব্যক্তির নাম আসওয়াদ ইবন ইয়াযীদ বলে উল্লেখ করেছেন। তিনি একজন বিশ্বস্ত রাবী এবং সনদের অবশিষ্টাংশও বিশ্বস্ত রাবীগণ কর্তৃক বর্ণিত। ইবন আবুদ-দুনিয়া তাহাজ্জুদ অধ্যায়ে উত্তম সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন। বর্ণনাটি দলীল হিসেবে গ্রহণ করা সহীহ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي أَن ينَام الْإِنْسَان طَاهِرا نَاوِيا للْقِيَام
885 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من امرىء تكون لَهُ صَلَاة بلَيْل فيغلبه عَلَيْهَا نوم إِلَّا كتب الله لَهُ أجر صلَاته وَكَانَ نَومه عَلَيْهِ صَدَقَة
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَفِي إِسْنَاده رجل لم يسم وَسَماهُ النَّسَائِيّ فِي رِوَايَة لَهُ الْأسود بن يزِيد وَهُوَ ثِقَة ثَبت وَبَقِيَّة إِسْنَاده ثِقَات وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب التَّهَجُّد بِإِسْنَاد جيد رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَفِي إِسْنَاده رجل لم يسم وَسَماهُ النَّسَائِيّ فِي رِوَايَة لَهُ الْأسود بن يزِيد وَهُوَ ثِقَة ثَبت وَبَقِيَّة إِسْنَاده ثِقَات وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب التَّهَجُّد بِإِسْنَاد جيد رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح