আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৮৪
অধ্যায়ঃ নফল
রাতে উঠার উদ্দেশ্যে পবিত্রাবস্থায় ঘুম যাওয়ার প্রতি অনুপ্রেরণা
৮৮৪. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি পবিত্রাবস্থায় বিছানায় আসে এবং আল্লাহর যিকর করে, এমনকি তার তন্দ্রা এসে পড়ে এবং রাতের যে কোন
সময় (ডানে-বামে) ফিরতে আল্লাহর নিকটই ইহ-পরলৌকিক কল্যাণ কামনা করে, আল্লাহ তা'আলা নিশ্চয়ই তাকে তা দান করেন।
(তিরমিযী শাহর ইবন হাওশাব থেকে হযরত আবু উমামা (রা) সূত্রে এ হাদীস বর্ণনা করেন। তিনি বলেনঃ হাদীসটি হাসান।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي أَن ينَام الْإِنْسَان طَاهِرا نَاوِيا للْقِيَام
884 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أَوَى إِلَى فرَاشه طَاهِرا يذكر الله حَتَّى يُدْرِكهُ النعاس لم يَنْقَلِب سَاعَة من ليل يسْأَل الله خيرا من خير الدُّنْيَا وَالْآخِرَة إِلَّا أعطَاهُ الله إِيَّاه

رَوَاهُ التِّرْمِذِيّ عَن شهر بن حَوْشَب عَن أبي أُمَامَة وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান