আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৮৩
অধ্যায়ঃ নফল
রাতে উঠার উদ্দেশ্যে পবিত্রাবস্থায় ঘুম যাওয়ার প্রতি অনুপ্রেরণা
৮৮৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমরা তোমাদের শরীর পবিত্র করে নাও, আল্লাহ তোমাদের পবিত্র করবেন। কেননা যে বান্দা পবিত্রাবস্থায় রাত কাটায়, তার সাথে রাত কাটায় একজন ফিরিশতা। যে সারা রাত তার জন্য এই বলে দু'আ করেঃ اللَّهُمَّ اغْفِر لعبدك فلَان فَإِنَّهُ بَات طَاهِرا
অর্থাৎ “হে আল্লাহ! তোমার বান্দাকে ক্ষমা করে দাও; কেননা, সে পবিত্রাবস্থায় রাত কাটিয়েছে।"
(তাবারানী 'আওসাত' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي أَن ينَام الْإِنْسَان طَاهِرا نَاوِيا للْقِيَام
883 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ طهروا هَذِه الأجساد طهركم الله فَإِنَّهُ لَيْسَ من عبد يبيت طَاهِرا إِلَّا بَات مَعَه فِي شعاره ملك لَا يَنْقَلِب سَاعَة من اللَّيْل إِلَّا قَالَ اللَّهُمَّ اغْفِر لعبدك فَإِنَّهُ بَات طَاهِرا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد