আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৮২
অধ্যায়ঃ নফল
রাতে উঠার উদ্দেশ্যে পবিত্রাবস্থায় ঘুম যাওয়ার প্রতি অনুপ্রেরণা
৮৮২. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে মুসলিম ব্যক্তি পবিত্রাবস্থায় রাত কাটায়, তারপর যিকর করতে করতে জাগ্রত হয় এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ তাকে তা দান করেন।
(আবু দাউদ আসিম ইবন বাহ্দালা থেকে, তিনি শাহর সূত্রে আবূ যাবীয়া থেকে হযরত মু'আয (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি সাবিত বুনানী শাহর সূত্রে আবু যবীয়া থেকে বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] আবু যাবীয়া সিরিয়ার অধিবাসী এবং একজন বিশ্বস্ত হাদীস বর্ণনাকারী।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي أَن ينَام الْإِنْسَان طَاهِرا نَاوِيا للْقِيَام
882 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يبيت طَاهِرا فيتعار من اللَّيْل فَيسْأَل الله خيرا من أَمر الدُّنْيَا وَالْآخِرَة إِلَّا أعطَاهُ الله إِيَّاه
رَوَاهُ أَبُو دَاوُد
من رِوَايَة عَاصِم بن بَهْدَلَة عَن شهر عَن أبي ظَبْيَة عَن معَاذ
وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه
وَذكر أَن ثَابتا الْبنانِيّ رَوَاهُ أَيْضا عَن شهر عَن أبي ظَبْيَة
قَالَ الْحَافِظ وَأَبُو ظَبْيَة بِفَتْح الظَّاء الْمُعْجَمَة وَسُكُون الْبَاء الْمُوَحدَة شَامي ثِقَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান