আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮০০
সিজদার স্থান থেকে কংকর এবং অপরাপর বন্ধু অপসারণ করা এবং বিনা প্রয়োজনে ফুঁ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৮০০. হযরত আবু যর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে যেন কংকর না সরায়। কেননা রহমত তার দিকে ফিরে থাকে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান। নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। ইবন খুযায়মা নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ "তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন রহমত তার দিকে ফিরে থাকে। কাজেই তোমরা কংকর অপসারিত করো না।" তাঁরা প্রত্যেকে আবুল আহওয়াস সূত্রে বর্ণনা করেন।)
التَّرْهِيب من مسح الْحَصَى وَغَيره فِي مَوضِع السُّجُود والنفخ فِيهِ لغير ضَرُورَة
800 - عَن أبي ذَر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا قَامَ أحدكُم فِي الصَّلَاة فَلَا يمسح الْحَصَى فَإِن الرَّحْمَة تواجهه

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَلَفظ ابْن خُزَيْمَة إِذا قَامَ أحدكُم فِي الصَّلَاة فَإِن الرَّحْمَة تواجهه فَلَا تحركوا الْحَصَى
رَوَوْهُ كلهم من رِوَايَة أبي الْأَحْوَص عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৮০০ | মুসলিম বাংলা