আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮০১
সিজদার স্থান থেকে কংকর এবং অপরাপর বস্তু অপসারণ করা এবং বিনা প্রয়োজনে ফুঁ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৮০১. হযরত মুআয়কীব (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: তুমি সালাতে থাকাকালীন কংকর অপসারিত করো না। তবে কংকর যদি তোমার সরাতেই হয় তাহলে কেবল একবার সরানো যায়।
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, আবু দাউদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من مسح الْحَصَى وَغَيره فِي مَوضِع السُّجُود والنفخ فِيهِ لغير ضَرُورَة
801 - وَعَن معيقيب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تمسح الْحَصَى وَأَنت تصلي فَإِن كنت لَا بُد فَاعِلا فَوَاحِدَة تَسْوِيَة الْحَصَى

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৮০১ | মুসলিম বাংলা