আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৯৯
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯৯. নবী পত্নী হযরত উন্মু সালামা বিনতে আবূ উমায়্যা (রা) থেকে বর্ণিত। তিন বলেন, রাসূলুল্লাহ (সা) এর যামানায় মুসল্লীগণ সালাত আদায়কালে তাদের দুই পায়ের বাইরে তাকাত না। ইতোমধ্যে রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেন। আবূ বকর (রা)-এর ইনতিকাল পর্যন্ত তাদের কেউ যখন সালাতে দাঁড়াত, তখন তাদের কারো দৃষ্টি সিজদার স্থান অতিক্রম করত না। ইতোমধ্যে তিনি ইনতিকাল করেন। এরপর শুরু হয় উমর (রা)-এর যামানা। উমর (রা)-এর ইনতিকাল পর্যন্ত কেউ যখন সালাতে দাঁড়াত, তখন তাদের কারো দৃষ্টি কিবলা অতিক্রম করত না। এরপর উমর (রা) ইনতিকাল করেন। এরপর শুরু হয় উসমান ইবন আফ্ফান (রা)-এর যামানা এবং শুরু হয় ফিতনা-ফাসাদ; ফলে লোকেরা ডানে-বামে তাকান শুরু করে।
(ইবন মাজাহ এ হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন। তবে তিনি বলেনঃ মূসা ইবন আবদুল্লাহ ইবন আবু উমায়্যা মাখযুমী (রা)-এর এ হাদীসটি ইবন মাজাহ সিহাহ সিত্তাহর অপরাপর সংকলন থেকে বর্ণনা করেন নি। তিনি আরো বলেন: আমার দৃষ্টিতে হাদীসে কোন ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েনি। আল্লাহই সর্বজ্ঞ।)
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
799 - وَعَن أم سَلمَة بنت أبي أُميَّة رَضِي الله عَنْهَا زوج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنَّهَا قَالَت كَانَ النَّاس فِي عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَامَ الْمُصَلِّي يُصَلِّي لم يعد بصر أحدهم مَوضِع قَدَمَيْهِ فَتوفي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَكَانَ النَّاس إِذا قَامَ أحدهم يُصَلِّي لم يعد بصر أحدهم مَوضِع جَبينه فَتوفي أَبُو بكر رَضِي الله عَنهُ فَكَانَ عمر رَضِي الله عَنهُ فَكَانَ النَّاس إِذا قَامَ أحدهم يُصَلِّي لم يعد بصر أحدهم مَوضِع الْقبْلَة ثمَّ توفّي عمر رَضِي الله عَنهُ فَكَانَ عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ وَكَانَت الْفِتْنَة فَتلفت النَّاس يَمِينا وَشمَالًا
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن إِلَّا أَن مُوسَى بن عبد الله بن أبي أُميَّة المَخْزُومِي لم يخرج لَهُ من أَصْحَاب الْكتب السِّتَّة غير ابْن مَاجَه وَلَا يحضرني فِيهِ جرح وَلَا تَعْدِيل وَالله أعلم
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৯৯ | মুসলিম বাংলা