আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৯৮
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সালাত শেষ না করা পর্যন্ত যেন তার প্রতি মনোযোগী থাকে। আর তোমরা সালাতে এদিক সেদিক দৃষ্টিপাত করো না। কেননা তোমাদের কেউ যখন সালাত আদায় করে, তখন সালাতরত অবস্থায় সে তার রবের সাথে নীরবে বাক্যালাপ করে।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
798 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا قَامَ أحدكُم إِلَى الصَّلَاة فليقبل عَلَيْهَا حَتَّى يفرغ مِنْهَا وَإِيَّاكُم والالتفات فِي الصَّلَاة فَإِن أحدكُم يُنَاجِي ربه مَا دَامَ فِي الصَّلَاة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৯৮ | মুসলিম বাংলা