আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৯৭
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯৭. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বান্দা সালাতে যতক্ষণ এদিক সেদিক না তাকায়,
অথবা তার হাদাস (উযূ ভঙ্গ) না করে, আল্লাহ ততক্ষণ তার প্রতি দৃষ্টিপাত করেন।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে আবূ কিলাবা থেকে ইবন মাসউদ (রা) সূত্রে মাওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি তাঁর কাছে এ হাদীসটি শুনেননি।)
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
797 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ لَا يزَال الله مُقبلا على العَبْد بِوَجْهِهِ مَا لم
يلْتَفت أَو يحدث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا عَن أبي قلَابَة عَن ابْن مَسْعُود وَلم يسمع مِنْهُ
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৯৭ | মুসলিম বাংলা