আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৯২
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু (মুহাম্মাদ) তিনটি বিষয়ে আমাকে উপদেশ দিয়েছেন এবং তিনটি বিষয়ে নিষেধ করেছেন। তা হলঃ ১. আমাকে মোরগের ন্যায় ঠোকর মারতে, ২. কুকুরের মত নিতম্ব মাটিতে লাগিয়ে হাঁটু খাড়া করে বসতে এবং ৩. খেকশেয়ালের মত এদিক সেদিক তাকাতে নিষেধ করেছেন।
(আহমদ ও আবূ ইয়ালা অত্র হাদীসটি বর্ণনা করেন আহমদ বর্ণিত সনদটি হাসান। ইবন আবু শায়বা কুকুরের ন্যায় বসার স্থলে 'বানরের ন্যায় বসা' শব্দযোগে বর্ণনা করেন।)
[الاقعاء] আবু উবায়দ বলেন। নিতম্বের উপর ভর করে হাঁটুদ্বয় খাড়া করে, হাত দুটো মাটিতে রেখে কুকুরের ন্যায় বসা। তিনি বলেনঃ এর ব্যাখ্যায় ফিক্হবিদগণ বলেন, দুই সিজদার মধ্যে নিতম্ব ও হাত দুটো একাকার করা। তিনি বলেন, প্রথম অভিমতটি যথার্থ।
(আহমদ ও আবূ ইয়ালা অত্র হাদীসটি বর্ণনা করেন আহমদ বর্ণিত সনদটি হাসান। ইবন আবু শায়বা কুকুরের ন্যায় বসার স্থলে 'বানরের ন্যায় বসা' শব্দযোগে বর্ণনা করেন।)
[الاقعاء] আবু উবায়দ বলেন। নিতম্বের উপর ভর করে হাঁটুদ্বয় খাড়া করে, হাত দুটো মাটিতে রেখে কুকুরের ন্যায় বসা। তিনি বলেনঃ এর ব্যাখ্যায় ফিক্হবিদগণ বলেন, দুই সিজদার মধ্যে নিতম্ব ও হাত দুটো একাকার করা। তিনি বলেন, প্রথম অভিমতটি যথার্থ।
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
792 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بِثَلَاث ونهاني عَن ثَلَاث نهاني عَن نقرة كنقرة الديك وإقعاء كإقعاء الْكَلْب والتفات كالتفات الثَّعْلَب
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإسْنَاد أَحْمد حسن وَرَوَاهُ ابْن أبي شيبَة وَقَالَ كإقعاء القرد مَكَان الْكَلْب
الإقعاء بِكَسْر الْهمزَة
قَالَ أَبُو عبيد هُوَ أَن يلزق الرجل أليتيه بِالْأَرْضِ وَينصب سَاقيه وَيَضَع يَدَيْهِ بِالْأَرْضِ كَمَا يقعي الْكَلْب
قَالَ وَفَسرهُ الْفُقَهَاء بِأَن يضع أليتيه على عَقِبَيْهِ بَين السَّجْدَتَيْنِ
قَالَ وَالْقَوْل هُوَ الأول
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإسْنَاد أَحْمد حسن وَرَوَاهُ ابْن أبي شيبَة وَقَالَ كإقعاء القرد مَكَان الْكَلْب
الإقعاء بِكَسْر الْهمزَة
قَالَ أَبُو عبيد هُوَ أَن يلزق الرجل أليتيه بِالْأَرْضِ وَينصب سَاقيه وَيَضَع يَدَيْهِ بِالْأَرْضِ كَمَا يقعي الْكَلْب
قَالَ وَفَسرهُ الْفُقَهَاء بِأَن يضع أليتيه على عَقِبَيْهِ بَين السَّجْدَتَيْنِ
قَالَ وَالْقَوْل هُوَ الأول
