আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৯১
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯১. আবুল আহওয়াস (র) থেকে হযরত আবু যর (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: বান্দা তার সালাতে যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক না তাকায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে ফিরে থাকেন।
আর বান্দা যখন তার চেহারা ঘুরিয়ে নেয়, তখন তিনিও তাঁর চেহারা ঘুরিয়ে নেন।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ এবং ইবন খুযারমার 'সহীহ' গ্রন্থ ও হাকিম হাদীসটি বর্ণনা করেন এবং তিনি একে সহীহ বলেছেন।)
[হাফিয আবদুল আযীম (র) বলেন]: আবুল আহওয়াস-এর নাম অজ্ঞাত। যুহরী ব্যতীত কেউ তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেন নি। ইমাম তিরমিযী ও ইবন হিব্বান এবং অপরাপর মুহাদ্দিসগণ এ হাদীসটি সহীহ বলেছেন।
আর বান্দা যখন তার চেহারা ঘুরিয়ে নেয়, তখন তিনিও তাঁর চেহারা ঘুরিয়ে নেন।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ এবং ইবন খুযারমার 'সহীহ' গ্রন্থ ও হাকিম হাদীসটি বর্ণনা করেন এবং তিনি একে সহীহ বলেছেন।)
[হাফিয আবদুল আযীম (র) বলেন]: আবুল আহওয়াস-এর নাম অজ্ঞাত। যুহরী ব্যতীত কেউ তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেন নি। ইমাম তিরমিযী ও ইবন হিব্বান এবং অপরাপর মুহাদ্দিসগণ এ হাদীসটি সহীহ বলেছেন।
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
791 - وَعَن أبي الْأَحْوَص عَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يزَال الله مُقبلا على العَبْد فِي صلَاته مَا لم يلْتَفت فَإِذا صرف وَجهه انْصَرف عَنهُ
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَصَححهُ
قَالَ المملي الْحَافِظ عبد الْعَظِيم رَضِي الله عَنهُ وَأَبُو الْأَحْوَص هَذَا لَا يعرف اسْمه لم يرو عَنهُ غير الزُّهْرِيّ وَقد صحّح لَهُ التِّرْمِذِيّ وَابْن حبَان وَغَيرهمَا
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَصَححهُ
قَالَ المملي الْحَافِظ عبد الْعَظِيم رَضِي الله عَنهُ وَأَبُو الْأَحْوَص هَذَا لَا يعرف اسْمه لم يرو عَنهُ غير الزُّهْرِيّ وَقد صحّح لَهُ التِّرْمِذِيّ وَابْن حبَان وَغَيرهمَا


বর্ণনাকারী: